রংপুর থেকে রিপন ইসলাম, রুপসীবাংলা৭১ : রংপুরের বেসরকারি সংস্থা রংপুর কমিউনিটি (ডক্টরস) হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রোগীর নাম মোকসেদ, বাড়ি ডোমার উপজেলার বসুনিয়া গ্রামে।
পরিবারের অভিযোগ, হার্টের সমস্যা নিয়ে মোকসেদকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ভুল বুঝিয়ে অবৈধভাবে একটি বন্ডে স্বাক্ষর করিয়ে তাকে হার্টে রিং পরানোর সিদ্ধান্ত নেন। পরিবারের দাবি, রোগীর শারীরিক অবস্থার এমন কোনো প্রয়োজন ছিল না।
তারা অভিযোগ করেন, একদল দালাল চক্র দেড় লাখ টাকা নিয়ে এই অপারেশনের ব্যবস্থা করে। অপারেশন চলাকালীনই রোগী মারা যান বলে তাদের ধারণা। পরে তাকে আইসিইউতে মৃত অবস্থায় জীবিত সাজিয়ে রাখা হয়।
পরে রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা জোর করে আইসিইউতে ঢুকে দেখতে পান রোগী আসলে মৃত। ঘটনাটি মোবাইলে লাইভ সম্প্রচার করলে হাসপাতাল কর্তৃপক্ষের পেটোয়া বাহিনী স্বজনদের ওপর হামলা চালায়। এসময় কারমাইকেল কলেজ ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীসহ বহু মানুষ আহত হন।
ঘটনার পর হাসপাতাল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, প্রশাসন ও কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
দ্রুত স্বচ্ছ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
রুপসীবাংলা৭১/এআর
