প্রিয়ন্ত মন্ডলঃ গাজীপুরের টঙ্গির টিএনটি বিটিসিএল কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে পঞ্চগড় শহরের হ্যালিপ্যাড বাজার এলাকায় গাছের সাথে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক মহলবিশেষ আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধের জিগির তোলার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে হত্যা এবং তাদের মন্দির, বিগ্রহ ধ্বংসর অব্যাহত হুমকির মাধ্যমে সারা দেশব্যাপী পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এতে সংখ্যালঘু জনমনে গভীর উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে। ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমন্বয়ে সংখ্যালঘু ঐক্যমোর্চা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক বৈষম্য সৃষ্টিকারী অশুভ মহল বাংলাদেশকে সংখ্যালঘু শূণ্য করার জন্য নির্বাচনের পূর্বাপর সাম্প্রদায়িক সহিংসতার তৎপরতা অতীতের চেয়ে ভয়ংকর রূপে সাধারণ ধর্মপ্রাণ জনগণের মাঝে মিথ্যা গুজব ছড়িয়ে ও প্রচারণা চালিয়ে উস্কানী দিয়ে চলেছে।
বিবৃতিতে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সাম্প্রদায়িক এসব জঘন্য অশুভ তৎপরতা সরকার ও প্রশাসনের নাকের ডগায় হলেও তারা রহস্যজনক নিরবতা পালন করে চলেছে এবং বেশিরভাগ সময়ে ঘটনাসমূহকে অস্বীকার করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সুশীল সমাজসহ গণতান্ত্রিক সামাজিক শক্তিকে ক্রিয়াশীল ভূমিকা নিতে দেখা যাচ্ছে না।
ঐক্যমোর্চা অনতিবিলম্বে সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সারা দেশব্যাপী চলমান সহিংসতা বন্ধ, ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দুদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এবং আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন ইসকনের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধে সরকারের যথাযথ আশু পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছে। ঐক্যমোর্চা সারা দেশের সর্বস্তরের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক জনগণ, গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক নেতৃবন্দকে সাম্প্রদায়িক শক্তির চলমান মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।
সংখ্যালঘু ঐক্যমোর্চার সদস্য সংগঠনসমূহ:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ; বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশন; বাংলাদেশ খ্রিস্টান এ্যাসোসিয়েশন; আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন); মহানগর সার্বজনীন পূজা, কমিটি; বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (প্রভাষ-পলাশ); বাংলাদেশ ঋষি পঞ্চায়েত ফোরাম; বাংলাদেশ সনাতন পার্টি; বাংলাদেশ রবিদাস ফোরাম; শ্রীশ্রী ভোলানন্দগিরি আশ্রম ট্রাষ্ট; বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ; বাংলাদেশ আদিবাসী ফোরাম; মাইনোরিটি রাইটস ফোরাম (বাংলাদেশ); সংখ্যালঘু অধিকার আন্দোলন; বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ; বাংলাদেশ মতুয়া মহাসংঘ; জন্মষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ; বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি; বাংলাদেশ বৌদ্ধ সমিতি; বাংলাদেশ হিন্দু লীগ; বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, শাহজাহানপুর; জাতীয় আদিবাসী পরিষদ; বাংলাদেশ সনাতন কল্যাণ জোট; বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ; বিশ্ব হিন্দু ফেডারেশন; তেলেগু সমাজ উন্নয়ন সংঘ, ওয়ারী; শ্রীশ্রী মহানামযজ্ঞ পরিচালনা পরিষদ, দিনাজপুর; তেলুগু কলোনী, ধলপুর, যাত্রাবাড়ী; জগন্নাথ হল এ্যালামনাই এ্যাসোসিয়েশন; স্বজন (সাংবাদিক সংগঠন); বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট; অনুভব, বাংলাদেশ; শারদাঞ্জলি ফোরাম; বাংলাদেশ হিন্দু সেবক সংঘ; শ্রীকৃষ্ণ ভক্তসেবা সংঘ; বাংলাদেশ সনাতন সম্প্রীতি পরিষদ; ভক্ত সংঘ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি; সনাতন বিদ্যার্থী সংসদ; সনাতন সংগঠন, বাংলাদেশ; রিসার্চ এন্ড এমপাওয়ারমেন্ট (রিও); উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও বাংলাদেশ হিন্দু ঐক্য ফোরাম।

