নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোরদের উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, হাজারো পথশিশু ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ, এবং আমন্ত্রিত অতিথি, শিশু-কিশোর, অভিভাবক ও নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জনাব জাকির হোসেন রাজু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিপ্লব মোস্তাফিজ, প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সর্ব ইউরোপীয়ান কমিটির উপদেষ্টা মোহাম্মদ আলম, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, শরীফ মোঃ চৌধুরী, কাজী আব্দুর রাজ্জাক, এম নাদিম মাহমুদ, মোঃ মোজাম্মেল হক সরদার, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, মীর জাহিদ হাসান, ড. আফজালুর রহমান খান, মোঃ ফিরোজ হোসেন, মোঃ আমির হোসেন রানা, মোঃ নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসেন বেপারি, দপ্তর সম্পাদক উদয় শংকর বসাক, অর্থ সম্পাদক মোঃ আকরাম হোসেন, আইন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, সহ দপ্তর সম্পাদক মোঃ হযরত আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রতন কুমার রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জেসমিন সুলতানা পুষ্প, কৃষি বিষয়ক সম্পাদক জয় মাহমুদ রাজ, আপ্যায়ন সম্পাদক মোঃ আলীম ঢালী, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আসমা সিদ্দিকী, ঢাকা জেলার সভাপতি এড. খোরশেদ আলম, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক মোঃ শাহীন খান, কেন্দ্রীয় কার্যকরী সদস্য মহসিন মোল্লা, মোঃ রফিকুল ইসলাম সোহাগ, মোঃ সিরাজ, আবু জাহের টুটুল, মোঃ বাবুল খান, আব্দুল মতিন রাজবংশী, রাঙ্গামাটি জেলার সভাপতি তানিয়া আক্তার, ফরিদপুর জেলার সভাপতি শেখ মোঃ ফয়েজ আহমেদ, ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, ময়মনসিংহ মহানগরের সভাপতি মোঃ আরিয়ান সিকদার সেলিম, সাধারণ সম্পাদক অনিক বনিক, নোয়াখালী জেলার সভাপতি মোঃ নুরুন নবী ভুইঁয়াসহ হাজারো নেতাকর্মী। জাতির জনকের জন্মদিনে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ও শুদ্ধ সংস্কৃতির বিকাশের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আধুনিক ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন। সারা দেশে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে পবিত্র ঈদ উল ফিরতরের পর ৬৪ জেলায় সাংগঠনিক সফর করা হবে বলে আশা প্রকাশ। যেসব কেন্দ্রীয় নেতা, জেলা ও মহানগরের কমিটি নিষ্ক্রিয় তাদেরকে সক্রিয় করা নচেৎ অব্যাহতি দেওয়া এবং নিস্ক্রিয় কমিটিগুলো পুনর্গঠন করা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জয় হোক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের।