রুপসীবাংলা৭১ প্রতিবেদক : পাবনার ভাঙ্গুড়ায় লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক।
তিনি জানান, বগি উদ্ধারের পর সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষামান বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সাড়ে ১০টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।
যাত্রীরা জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে রওনা দেয় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।
পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

