রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : নানা সময় আমরা অন্যদের বিদায় জানাই। এমন সময় তাদের নিরাপত্তা ও কল্যাণ কামনা করা সবার কর্তব্য। রাসুল (সা.) কাউকে বিদায় জানালে একটি দোয়া পড়তেন। তা হালো-
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ، وَأَمَانَتَكَ، وَخَوَاتِيمَ عَمَلِكَ
উচ্চারণ : আসতাওদিউল্লাহা দ্বিনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা।
অর্থ : আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি তোমার দ্বিন, আমানত ও শেষ আমলকে হেফাজত করেন।
আবদুল্লাহ বিন ওমর (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কাউকে বিদায় জানাতেন তিনি তার হাত ধরতেন। ওই ব্যক্তি তার হাত না ছাড়া পর্যন্ত তিনি তার হাত ছাড়তেন না। অতঃপর উল্লিখিত দোয়াটি পড়তেন।
(আবু দাউদ, হাদিস নং : ২৬০০)
রুপসীবাংলা৭১/এআর

