রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : হলিউড পপ তারকা টেইলর সুইফট আবারও ফিরছেন বড় পর্দায়। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয়, বরং বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান। আগামী ৩ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাবে ৮৯ মিনিট দৈর্ঘ্যের ‘টেইলর সুইফট: দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অব আ শোগার্ল’। একই দিনে প্রকাশিত হবে তার নতুন অ্যালবাম `দ্য লাইফ অব আ শোগার্ল’ এবং প্রথম মিউজিক ভিডিও দ্য ফেইট অব ওপেলিয়া।
সুইফটের জনপ্রিয় সিক্রেট সেশন্স–এর আদলে সাজানো এই অনুষ্ঠানটি চলবে পুরো অ্যালবাম মুক্তির সপ্তাহান্তে—শুক্রবার থেকে রোববার পর্যন্ত। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৪০টি এএমসি থিয়েটারস–এ প্রদর্শিত হবে, পাশাপাশি সিনেমার্ক ও রিগ্যালসহ আরও হাজারো প্রেক্ষাগৃহেও একযোগে শো শুরু হবে।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১২ ডলার, যা সুইফটের ১২তম অ্যালবাম ও ১২টি গানের প্রতীকী সংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এএমসি জানিয়েছে, দর্শকরা চাইলে প্রদর্শনীর সময় গান গাইতে ও নাচতে পারবেন, তবে আসনের ওপর দাঁড়ানো বা সিঁড়ি আটকে রাখা নিষিদ্ধ থাকবে। এখানে সাধারণ সিনেমার মতো কোনো বিজ্ঞাপন বা ট্রেলারও দেখানো হবে না।
এই বিশেষ আয়োজন শুধু উত্তর আমেরিকায় নয়, কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ ১০০টিরও বেশি দেশে মুক্তি পাবে। অন্যান্য দেশে অক্টোবরের পরে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
নিজের সোশ্যাল মিডিয়ায় সুইফট জানিয়েছেন, প্রতিটি গানের পেছনের অনুপ্রেরণার গল্প তিনি শেয়ার করবেন এবং নাচ বাধ্যতামূলক না হলেও তা উৎসাহিত করা হচ্ছে। দীর্ঘদিন পর তার প্রযোজক টিমে ফিরেছেন ম্যাক্স মার্টিন ও শেলব্যাক, যা নতুন অ্যালবামকে আরও নাচের উপযোগী করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া টেইলর সুইফট: দ্য এরাস ট্যুর বিশ্বব্যাপী রেকর্ড গড়েছিল। শুধু যুক্তরাষ্ট্রেই আয় করে ১৮১ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ২৬২ মিলিয়ন ডলার। যদিও দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অব আ শোগার্ল অল্প সময়ের জন্য প্রেক্ষাগৃহে চলবে, তবুও প্রেক্ষাগৃহ মালিকদের জন্য এটি বড় স্বস্তি হয়ে আসবে বলে মনে করা হচ্ছে। কারণ একই সময়ে মুক্তি পাচ্ছে ডোয়াইন জনসন অভিনীত দ্য স্ম্যাশিং মেশিন এবং অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার–এর রি–রিলিজ।
রুপসীবাংলা৭১/এআর

