রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : তিন দিন আগে ৭৭ বলে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি মান্ধানা। আজ আরও ভয়ঙ্কর রূপে হাজির হলেন ভারতীয় এই ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫০ বলে তুলে নিলেন সেঞ্চুরি, যা নারী ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক। এর মধ্য দিয়ে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলির ৫২ বলে সেঞ্চুরির ভারতীয় রেকর্ডও। শুধু তাই নয়, ওপেনার হিসেবে নারীদের ওয়ানডেতে সর্বাধিক ১৩ সেঞ্চুরির মালিক এখন মান্ধানা।
দিল্লিতে নারী বিশ্বকাপের প্রস্তুতি সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে বেথ মুনির ১৩৮ রানের ঝড়ে ৪১২ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। মুনি ৫৭ বলে সেঞ্চুরি করেন, যা দ্রুততম সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তৃতীয়। এখনও তালিকার শীর্ষে রয়েছেন সাবেক অজি অধিনায়ক মেগ ল্যানিং। ২০১২-১৩ মৌসুমে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৪৫ বলে শতক।
জবাবে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন মান্ধানা ও অধিনায়ক হারমানপ্রিত কৌর। মাত্র ২৩ বলে ফিফটি করা মান্ধানা শেষ পর্যন্ত ৬৩ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪ চার ও ৬ ছক্কার মার। তার ব্যাটে ভর করেই ২০ ওভারে ২০৬ রান তুলে ফেলে ভারত।
রুপসীবাংলা৭১/এআর

