নিজস্ব প্রতিনিধিঃ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
নেতৃদ্বয় এক শোকবার্তায় বলেন, জীবনের আলো নিভে গেলেও একজন স্বচ্ছ গুণীজনের বিবেকের আলো কখনো নিভে যায় না। আমাদের বিশ্বাস মরহুমের দীর্ঘ সাংবাদিকতা যুগে যুগে জ্ঞানের আলো হয়ে আমাদের সঠিক পথ দেখাবে।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও শোক প্রকাশ করেছেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী।