বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে “ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে” উদযাপিত মুখ ও দাঁতের রোগ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান

0
30

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার ৬ মার্চ ২০২৩ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)’র বটতলা থেকে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উদযাপিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে ওরাল হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশ এর উদ্যোগে জনসাধারণের মুখ ও দাঁতের রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বের হওয়া র‌্যালিটি ক্যাম্পাসে বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে সম্পন্ন হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন ও ওরাল হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তাপাদার, দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, উপ-রেজিস্ট্রার ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন প্রমুখসহ দন্তরোগ বিষয়ক শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, সুস্থ জাতি গঠনে সুস্থ মাড়ি ও দাঁতের  অপরিসীম গুরুত্ব রয়েছে। হজম প্রক্রিয়া সুনিশ্চিত করতে দাঁতের বিরাট অবদান রয়েছে। মুখ ও দাতের রোগ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং দাঁতের বিষয়ে সকলকে আরো যতœবান হতে হবে। দন্তরোগের চিকিৎসার প্রসারে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে। সম্পাদনা: সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ আরিফ খান ও সোহেল গাজী। নিউজ: প্রশান্ত মজুমদার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে