নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার সকাল ১১টায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালা’র সেমিনার কক্ষে পৌষমেলা ১৪৩০ এর সামগ্রিক বিষয় নিয়ে পৌষমেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
পরিষদের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায় আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, পথনাটক পরিষদের সভাপতি নাট্যজন মিজানুর রহমান, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, সংস্কৃতিজন মাহমুদ সেলিম, আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনা ও মোঃ রেজাউর রহমান সিনহা।পৌষমেলা উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত পৌষমেলা’র ২১তম আসর আয়োজিত হতে যাচ্ছে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) ওয়াইজঘাট, প্রাঙ্গণে।৩দিনব্যাপী পৌষমেলা- ১৪৩০ এর আয়োজনে প্রতিদিন সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, যাত্রাপালা, সঙযাত্রা ও বাউল গানসহ পিঠা-পুলির নানা আয়োজনে মুখরিত থাকবে।
পৌষমেলা- ১৪৩০ এর এই আয়োজন ২৬ থেকে ২৮ জানুয়ারি প্রতিদিন সকল ৯টা থেকে রাত ৮.৩০টা পর্যন্ত চলবে।