নিজস্ব প্রতিনিধিঃ মাঘ মাসের এই তীব্র শীতে রাজধানীতে নামল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বুধবারের (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হিমেল হাওয়ায় সেই বৃষ্টির দেখা পেয়েছেন অফিস ফেরত রাজধানীবাসী। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শরীর না ভেজালেও শীতটাকে একটু যেন বাড়িয়ে দিয়েছে। এদিকে বৃষ্টির কারণে অফিসফেরত মানুষ পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টির আগে বাড়ি ফেরার তাড়ায় সড়কেও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।