রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাবিনা ইয়াসমিন পুতুল নামের এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৫ আগস্টের আগে একটি মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুতুল নবীনগর বাজারের সমবায় সুপার মার্কেটের একজন মনোহরি ব্যবসায়ী ও দৈনিক ভোরের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি।
এদিকে তার গ্রেপ্তারের পরপরই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী আনন্দ প্রকাশ করে থানা গেটের সামনে এসে আওয়ামী দোসরদেরকে গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম রাতে পুতুলের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া পুতুল একজন আওয়ামী সমর্থক হিসেবেই সব মহলে পরিচিত। সবশেষ গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থক হিসেবে তৎকালীন আওয়ামী লীগ এমপি ফয়জুর রহমান বাদলের ছবি দিয়ে পোস্টার করে তিনি নির্বাচনে অংশ নেন।
তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর ‘জনতার ভাইস চেয়ারম্যান’ নামের ফেসবুক পেজ থেকে নিয়মিত নানা বিষয়ে আক্রমণাত্মক লেখালেখি করতে থাকেন তিনি।
তবে একাধিক সূত্র জানায়, পুতুল নিজে একজন আওয়ামী সমর্থক হয়েও বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাকে নিয়মিত মিছিল-সমাবেশে অংশ নিতেও দেখা যায়।
সবশেষ গত সপ্তাহে ‘জনতার ভাইস চেয়ারম্যান পুতুল’ নামের ওই আলোচিত ফেসবুক পেজটি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দিয়ে পুতুল নতুন করে সমালোচিত হন।
সেসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পুতুলের গ্রেপ্তারের দাবিতে স্ব স্ব ফেসবুকে একাধিক পাল্টা পোস্ট দিতে থাকেন।
এ বিষয়ে নবীনগর পৌর এলাকার মাঝিকাড়ার বাসিন্দা, জেলা বিএনপির সদস্য হজরত আলী রাতে বলেন, গ্রেপ্তার হওয়া পুতুল একজন চিহ্নিত আওয়ামী দোসর। সে কিছুদিন আগেও আগামীদিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে ক্ষমার অযোগ্য একটি পোস্ট দিয়েছে। তাই তার গ্রেপ্তারের পরই আমরা পুতুলের মতো আরো যারা আওয়ামী দোসর হিসেবে লেখালেখি করে, তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা মিছিল করেছি।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, ৫ আগস্টের আগে উপজেলার শিবপুরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুতুলের সম্পৃক্ততা পাওয়া গেছে।তাই ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
রুপসীবাংলা৭১/এআর