রপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : যে কোনো সময় অসাবধানতাবশত কানে পানি ঢুকে যেতে পারে।কানে পানি যাওয়াটা কোনো সমস্যা নয়। এতে ভয় পাওয়ার কিছু নেই। যাদের কানে আগে থেকে সংক্রমণ কিংবা অন্য কোনো সমস্যা থাকে, তাঁদের কানে পানি ঢুকলে কান ভারী লাগতে পারে বা কানে অস্বস্তি হতে পারে। আসুন জেনে নেয়া যাক, কান থেকে পানি বের করার উপায় :
যে কানে পানি ঢুকেছে, সে দিকে মাথা কাত করুন। হাতের তালু কাপের মতো করুন। সেই হাত কানের ওপর রাখুন, এরপর সামান্য চাপ দিয়ে তালু সমতল করে ফেলুন। এতে বাতাসের চাপে কানের ভেতরের পানি বেরিয়ে আসবে।
তুলা বা কটনবাড দিয়ে কানের পানি বের করার চেষ্টা করবেন না। এসব কানের জন্য অনেক ক্ষতিকর।
আপনার বাম অথবা ডান যে কানে পানি ঢুকেছে সেই পাশে মাথা ঝুঁকিয়ে রাখুন। এরপর ধীরে ধীরে কান ধরে ঝাঁকি দিতে থাকুন। এতে দেখবেন পানি কান থেকে বেরিয়ে আসবে।
তুলা বা কটনবাড দিয়ে কানের পানি বের করার চেষ্টা করবেন না
তুলা বা কটনবাড দিয়ে কানের পানি বের করার চেষ্টা করবেন না।
কানে পানি ঢুকলে চুইংগাম চিবোতে পারেন। এতে মুখের বিভিন্ন পেশী সচল থাকার কারণে কানের পানি বেরিয়ে আসতে পারে।
কানের পানি বের করার সহজ উপায় হচ্ছে শ্বাস নেয়া। কোনো কারণে কানে পানি ঢুকল লম্বা শ্বাস নিন। এবার দুই আঙুল দিয়ে নাক চেপে ধরে সেই অবস্থায় শ্বাস ছাড়ার চেষ্টা করুন। এইভাবে কয়েকবার করলে কান থেকে পানি বের হয়ে আসতে পারে।
রপসীবাংলা৭১/এআর