রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : দীপ্ত টিভির প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘দীপ্ত স্টার হান্ট’ এর বিজয়ীরা এবার প্রথমবারের মতো মেগাসিরিজে অভিনয় করতে যাচ্ছেন। সিরিজটির নাম ‘খুশবু’। এটি নির্মাণ করছেন জনপ্রিয় মেগাসিরিজ ‘মাশরাফি জুনিয়র’-এর নির্মাতা সাজ্জাদ সুমন।
এরই মধ্যে আউটডোর লোকেশনে সিরিজটির শুটিং শুরু হয়েছে। স্টার হান্টের চ্যাম্পিয়ন মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন ছাড়াও এতে অভিনয় করছেন শীর্ষ পারফরমার শেখ ফারিয়া হোসেন, সায়র নিয়োগী ও মারিয়া মৌ।
তবে শুধুই নবাগতরাই নন, ‘খুশবু’তে দেখা যাবে দেশসেরা অভিনয়শিল্পীদেরও। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা। একটি বিশেষ চরিত্রে থাকছেন সামিরা খান মাহি।
গার্মেন্টস শিল্প ও তার সঙ্গে জড়িয়ে থাকা শ্রমিক-মালিক সম্পর্ক, জীবনসংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার নানা চিত্র উঠে আসবে ‘খুশবু’তে। নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, “আমরা যখন ‘মাশরাফি জুনিয়র’ করেছিলাম, তখন ক্রিকেটনির্ভর গল্প টিভিতে ছিল বিরল। এবারও নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি। আশা করি ‘খুশবু’ দিয়ে আবারো দর্শকের মন জয় করতে পারব।”
আহমেদ খান হীরক-এর মৌলিক গল্পে চিত্রনাট্য লিখেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় সিরিজটির লাইন প্রডিউসার হিসেবে কাজ করছেন সাইফুর রহমান সুজন। দীপ্ত টিভির পাশাপাশি ‘খুশবু’ প্রচারিত হবে দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলেও। প্রচার শুরু হবে খুব শিগগিরই।
রুপসীবাংলা৭১/এআর