রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : সম্প্রতি একটি চিড়িয়াখানায় সিংহের আক্রমণে এক অস্ট্রেলীয় নারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। দি ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ডার্লিং ডাউন্স চিড়িয়াখানায় জোয়ান ক্যাব্বান (৫০) নামের ওই স্কুলশিক্ষিকা এ আক্রমণের শিকার হন। গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি শনিবার এ তথ্য জানিয়েছে।সিংহের আক্রমণের পর আঘাত গুরুতর হওয়ায় হেলিকপ্টারে করে জোয়ানকে ব্রিসবেনের প্রিন্সেস আলেকজান্দ্রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
গত রবিবারের এ ঘটনায় সিংহের দায় দেওয়া উচিত নয় জানিয়ে চিড়িয়াখানার মালিক বলেন, প্রাণীটিকে শাস্তি দেওয়া বা হত্যা করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও কর্মীরা কুইন্সল্যান্ডের ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটি বিভাগকে তদন্তে সহায়তা করছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘ধারণা করা হচ্ছে, একটি সিংহ হঠাৎ তার (ওই নারী) এক হাত চেপে ধরলে তিনি মারাত্মকভাবে আহত হন।
তবে প্রাণীটি কখনোই খাঁচা থেকে বের হয়নি, আর কর্মী বা দর্শনার্থীদের জন্যও কোনো ঝুঁকি ছিল না।’
দ্য গার্ডিয়ান জানিয়েছে, আক্রান্ত নারী চিড়িয়াখানার কর্মী না হলেও ‘চিড়িয়াখানা পরিবারের একজন প্রিয় সদস্য’। চিড়িয়াখানার মালিক স্টিভ রবিনসন বলেছেন, জোয়ান ক্যাব্বান তার শ্যালিকা। তিনি ২০ বছর যাবত ছুটিতে নিয়মিত চিড়িয়াখানায় আসেন।
তিনি আরো বলেন, চিড়িয়াখানার আরেক কর্মীর সহায়তায় ক্যাব্বানের জীবন রক্ষা হয়। কাছেই কয়েকজন উপস্থিত থাকলেও ঘটনাটি কেউ সরাসরি প্রত্যক্ষ করেনি বলে জানান তারা।
চিড়িয়াখানার মালিকের মতে, এ ঘটনার জন্য সিংহকে দোষ দেওয়া উচিত নয়। ঘটনার পেছনে কোনো আক্রমণাত্মক আচরণ বা খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি মনে করেন, সিংহটি খেলার ছলে এমনটা করেছে।
তবে কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো, তা এখনো পরিষ্কার নয়। গত ২০ বছরে এমন ঘটনা কখনো ঘটেনি বলেও জানান তিনি।
রুপসীবাংলা৭১/এআর