রপসীবাংলা৭১ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বসতবাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জুলেখা বেগম (৫৫)। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বিরাশার পশ্চিমপাড়া এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জুন সকাল ৯টার দিকে জুলেখা বেগমের বসতবাড়িতে স্থানীয় দুলাল মিয়ার ছেলে যুবলীগ নেতা কাউছার মিয়া (৩৭), মিজান মিয়া (৪০) ও হুমায়ুন মিয়া (৪২) সহ আরও কয়েকজন লোক অস্ত্র নিয়ে যায়। এ সময় তারা ঘর, দরজা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
প্রতিবাদ করায় জুলেখা বেগম ও তার স্বামী রফিকুল ইসলামকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে তারা। এছাড়াও অভিযুক্তরা জুলেখা বেগমের শ্লীলতাহানির চেষ্টা করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এবং বাড়ির ঘরে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জুলেখা বেগম জানান, অভিযুক্ত কাউছার দীর্ঘদিন ধরে তার বাড়িটি দখলের ষড়যন্ত্র করে আসছে। সে আওয়ামি লীগের লোক তার ভয়ে আমরা কথা বলতে পারি না। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, কাউসারের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা ও বিস্ফোরণ মামলা রয়েছে।
রপসীবাংলা৭১/এআর