রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখান থেকে তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। অভিযান এখনও চলছে।
রুপসীবাংলা৭১/এআর