রুপসীবাংলা৭১ প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলার এক এইচএসসি পরীক্ষার্থী ফাহিমকে (১৮) কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ সহপাঠী শিক্ষার্থী ও স্থানীয়রা খুনি শাকিল মীরের দাদা কাসেম মীর, বাবা রশিদ মীর, চাচা সানু মীর ও জসিম মীরের ৪টি বসতঘর পুড়িয়ে দিয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাংড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীসহ শতাধিক স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক শাকিল মীর পরিবারের ওই সব বসতঘরে আগুন লাগিয়ে দেয়। তবে স্থানীয় কিছু লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে দশমিনা উপজেলার ‘ধলু ফকির বাজারে’ কথা কাটাকাটির একপর্যায়ে শাকিল মীর নামের এক বখাটে পরীক্ষার্থী ফাহিমকে ছুরিকাঘাতে হত্যা করে। এ খবর পেয়ে তার বাবা জাকির হোসেন বয়াতি ঘটনাস্থলে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে শাকিল ও তার সাঙ্গপাঙ্গরা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় দশমিনা থানায় মামলা হয়েছে।নিহত ফাহিম চলতি এইচএসসি পরীক্ষায় নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিল। আগুন দেওয়ার খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রুপসীবাংলা৭১/এআর