রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ২০০৬ সালের ৩০ জুন মুক্তি পেয়েছিল কমেডি-ড্রামা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’। সুপারহিট ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দর্শকের হৃদয় জয় করেছিলেন কিংবদন্তি মেরিল স্ট্রিপ। সে সময়ের তরুণ অভিনেত্রী এমিলি ব্লান্ট ও অ্যান হ্যাথাওয়ে। ছবিটির জন্য স্ট্রিপ পেয়েছিলেন অস্কার মনোনয়নও।
ঠিক ১৯ বছর পর এলো সুখবর, নতুন কিস্তি আসতে চলেছে ছবিটির। আর পর্দায় ফিরছে সেই আইকনিক নারী ত্রয়ী। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, এ সপ্তাহেই শুরু হবে ছবিটির শুটিং। গতকাল ডিজনি স্টুডিওসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ঘোষণা দেওয়া হয়েছে।
একজোড়া হাই-হিলের ছবি পোস্ট করে জানানো হয়, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর শুটিং শুরু হচ্ছে শিগগিরই। খবরটি শুনেই উচ্ছ্বসিত ভক্তরা। প্রথম কিস্তির মতো এবারও থাকবেন স্ট্যানলি টুসি। নতুন করে যোগ দিয়েছেন অভিনেতা কেনেথ ব্রানাগ।তাকে মিরান্ডা প্রিস্টলির (মেরিল স্ট্রিপ) স্বামীর চরিত্রে দেখা যাবে।
রুপসীবাংলা৭১/এআর