রুপসীবাংলা৭১ প্রতিবেদক : টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলী থেকে ৬ রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলবারসহ মো. রাকিব হাসান (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২ জুলাই) ভোররাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি মহাখালি সাততলা সংক্রামকব্যাধী হাসপাতালের কোয়ার্টারে থাকতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের আমতলী হিমারদিঘী বস্তি এলাকার আমতলী মোড় থেকে সন্দেহজনকভাবে রাকিবকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘যথেষ্ট ঝুঁকির মধ্যে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রুপসীবাংলা৭১/এআর