নিজস্ব প্রতিনিধিঃ বিপুল চাকমাসহ চার নেতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৪ খাগড়াছড়ি জেলায় ছাত্র ধর্মঘট সফল করার আহ্বানে খাগড়াছড়ি শহরে প্রচার মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ২০২৪) দুপুর ২ টায় খাগড়াছড়ি জেলা শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি জেলা পরিষদ কার্যালয় সামনে থেকে শুরু হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা ও জেলা শাখার সভাপতি শান্ত চাকমা।সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের মেধাশুন্য করার লক্ষ্যে শাসকগোষ্ঠী ঠ্যাঙাড়ে বাহিনী লেলিয়ে দিয়ে পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা করছে। পার্বত্য চট্টগ্রামের রাষ্ট্রীয় বাহিনীর পৃষ্ঠপোষকতায় গড়া ঠ্যাঙারে বাহিনীর হামলায় গত দেড় মাসে ইউপিডিএফ ও তাঁর সহযোগী সংগঠনের ৮ নেতা-কর্মীকে হত্যা করেছে।
তারা আরো বলেন, পানছড়ি হত্যাকান্ডের ঘটনা প্রায় দুই মাস পার হলেও এখনো পর্যন্ত হত্যার সাথে জড়িত ঠ্যাঙারে বাহিনীর চিহ্নিত খুনীদের প্রশাসন গ্রেফতার করেনি। অথচ সেনা-প্রশাসনের ছত্রছায়ায় সন্ত্রাসীরা পানছড়ি বাজার এলাকায় এবং খাগড়াছড়ি দেওয়ান পাড়া ও টেটুলতলায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে এবং তারাই পরবর্তীতে মহালছড়িতে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যা করেছে।সমাবেশে বক্তারা, বিপুল-সুনীল-লিটন-রুহিনের হত্যাকারী ঠ্যাঙাড়ে বাহিনীর সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৪ খাগড়াছড়ি জেলায় স্কুল-কলেজে ছাত্র ধর্মঘট সফল করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।