রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৮টার মধ্যে তারা মার যান। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৮ জনের। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ বছর হাসপাতালে ভর্তি হন মোট ৯ হাজার ৭৫ জন।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ মাসে এখন পর্যন্ত ৪ হাজার ৭২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ২৯৮ জন, বাকি ৭৩৪ জন অন্যান্য বিভাগে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) আট জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৩০ জন, ময়মনসিংহে (সিটি করপোরেশন এলাকার বাইরে) দুই জন, রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১৮ এবং সিলেটে (সিটি করপোরেশন এলাকার বাইরে) তিন জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ জন রোগী পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন এবং জুনে এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন।
রুপসীবাংলা৭১/এআর