রুপসীবাংলা৭১ প্রতিবেদক : টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক লোকধারা পত্রিকার প্রয়াত সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল হক দীনার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের কনভেনশন সেন্টারে প্রেস ক্লাবের আয়োজনে স্মরণ সভাটি হয়।
টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুর রহমান রিপন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, কামরুজ্জামান চৌধুরী ও নিহত দীনার স্ত্রী সামিয়ারা আক্তার প্রমুখ।
দোয়া মাহফিল শেষে সাংবাদিক, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক দীনার পরিবারের সদস্য প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২১ জুন শনিবার বিকেলে কক্সবাজারে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক এনামুল হক দীনা মৃত্যুবরণ করেন। রবিবার তার মরদেহ টাঙ্গাইলে আনার পর নামাজে জানাজা শেষে জন্মস্থান কালিহাতীর বল্লায় তাকে কবর দেওয়া হয়। তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ পুরো টাঙ্গাইলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রুপসীবাংলা৭১/এআর