নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাটে ধর্ম অবমাননার অজুহাতে নরসুন্দর পিতা পুত্র কে নির্যাতন গ্রেফতার ও সারাদেশে চলমান ‘মব সন্ত্রাস’-এর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে আজ ২৬ জুন সকাল ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির এক সভা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)র কেন্দ্রীর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এম এ সামাদ এর সভাপতিত্বে পার্টির তোপখানা রোডস্হ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মুফতি তালেবুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য কমরেড তারেক ইসলাম বিডি, কমরেড শাহীন আহমেদ, কমরেড বিধান চন্দ্র দাস, কমরেড সামসুল হক সরকার, নারী নেত্রী কমরেড এলিজা রহমান, কমরেড রবিউল ইসলাম, কমরেড নুরুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ২২ জুন লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরিদ্র নরসুন্দর বাবা ও ছেলেকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় মব সৃষ্টিকারী লোকজন। একইদিনে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে সহযোগিতাকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ‘মব’ তৈরি করে জুতার মালা পড়ানো হয় ও মারধর করা হয়। সভায় এসব ঘটনার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আইনের শাসনের বিরোধী ও গণতন্ত্রের পক্ষে হুমকিস্বরূপ এসব মব সন্ত্রাস বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মব বাহিনী অনেক জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই মব সৃষ্টি করছে।
সভায় আরও বলা হয়, ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও ধর্মের অজুহাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর নির্যাতন করা হচ্ছে। অন্তবর্তী সরকারের ১০ মাস অতিবাহিত হলেও অব্যাহত মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা সীমাহীন। যা কোনক্রমেই মেনে নেওয়া যায় না। শুধু সরকার নয় সেনাপ্রধানও মবের বিরুদ্ধে বলার পরও পরিস্থিতির কেন পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। ফলে দেশের জনগণ আতংকিত ও মনে করে সরকার মব সন্ত্রাস কে প্রশ্রয় দিচ্ছে। ধারাবাহিক ভাবে সারাদেশে মব সন্ত্রাস চলছে এসকল ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শক। কিন্তু সরকারের সমালোচনা করে বক্তব্য প্রচারের গণতান্ত্রিক অধিকার খর্ব করার ক্ষেত্রে তারা অতিশয় তৎপর, মানুষ এসবের সমালোচনা করতেও ভয় পাচ্ছে।
সভায় নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকার একটা অনির্বাচিত স্বল্পকালীন সময়ের সরকার এখতিয়ার বহির্ভূতভাবে বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেয়া, রাখাইনে করিডোর দেয়া- ইত্যাদি সিদ্ধান্ত নিচ্ছে। এর প্রতিবাদে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ রোডমার্চের ডাক দিয়েছে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এই রোডমার্চ কে সমর্থন করে। একই সাথে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্রগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার জন্য দেশবাসীকে আহবান জানান।