নিজস্ব প্রতিনিধিঃ গণফোরাম সভাপতি, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মোস্তফা মহসীন মন্টুর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
রবিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের গণমানুষের মুক্তির সংগ্রাম, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় মোস্তফা মহসীন মন্টুর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তারা বলেন, গত ফ্যাসীবাদী শাসন বিরোধী গণআন্দোলনে তার ভুমিকা ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ।