নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভায় হামলার হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।জামায়াতের নেতাদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের পথসভায় হামলা করেছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় হামলা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে গহরদী এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের কর্মসূচিতে বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে হামলা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোতাহার হোসেন বলেন, “আজ বিকেলে জামায়াতে ইসলামীর গণসংযোগ চলছিল। গহরদি বাদশার বাড়ি এলাকার পথসভায় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”তিনি আরো বলেন, “স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে হামলা হয়।”
নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, “বিনা উস্কানিতে হামলা চালিয়েছে তারা। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে।”এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহজাহান শিকারীর মোবাইলে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”