খেলা ডেক্সঃ ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রাফিনিয়া বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন। ক্লাবটির সঙ্গে আগের চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত, তবে এখন তিনি নতুন করে ২০২৮ সাল পর্যন্ত কাতালানদের হয়েই খেলার অঙ্গীকার করেছেন।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনা ও রাফিনিয়া চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, যা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।’২৮ বছর বয়সী রাফিনিয়া সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৫৬টি ম্যাচ, যেখানে নিজে গোল করেছেন ৩৪টি এবং ২৫টি গোলে করেছেন সহায়তা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেই করেছেন ১৩টি গোল, যা তাকে প্রতিযোগিতাটির যৌথ সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।
এবারের মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপাই জিতেছে বার্সেলোনা। এই ‘ট্রেবল’ জয়ে রাফিনিয়ার অবদান কম নয়। বিশেষ করে ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করা জোড়া গোল ও চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হ্যাটট্রিকে সমর্থকদের মন কেড়ে নিয়েছে।এদিকে, বার্সা শিবিরে আরও পরিবর্তন এসেছে। গত বুধবারই ক্লাবের নতুন কোচ হিসেবে হ্যান্সি ফ্লিক ২০২৭ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন। পাশাপাশি, ১৭ বছর বয়সী প্রতিভাবান স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালের সঙ্গেও শিগগিরই দীর্ঘমেয়াদি চুক্তি হতে যাচ্ছে বলে আশা করছে ক্লাবটি।
উল্লেখ্য, ২০২২ সালে প্রায় ৭ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে রাফিনিয়াকে দলে ভেড়ায় বার্সেলোনা। ২০২৩-২৪ মৌসুমে পারফরম্যান্সে কিছুটা ভাটা থাকায় তার দল ছাড়ার গুঞ্জন উঠলেও নতুন কোচ ফ্লিকের পরিকল্পনায় নিজের জায়গা ফিরে পেয়েছেন তিনি।