রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী থাকবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা বলেছেন। ইরান এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র শুক্রবার পঞ্চম দফায় পারমাণবিক আলোচনা করবে। তবে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর মতবিরোধ রয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে তেহরান ধারাবাহিকভাবে বোমা তৈরির চেষ্টা অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “ইরান ইসরায়েলের ইহুদিবাদী সরকারের যেকোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে কঠোরভাবে সতর্কতা দিচ্ছে এবং এই সরকারের যেকোনো হুমকি বা বেআইনি কাজের প্রতি দৃঢ়ভাবে জবাব দেবে।”
তিনি বলেন, “আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি হুমকির ধারাবাহিকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি, যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে আমাদের পারমাণবিক স্থাপনা ও সরঞ্জাম প্রতিরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
মন্ত্রী বলেন, তেহরান এই ধরনের যেকোনো হামলায় ওয়াশিংটনকে ‘অংশগ্রহণকারী’ হিসেবে দেখবে।তিনি বলেন, “আমাদের পদক্ষেপের প্রকৃতি, বিষয়বস্তু ও ব্যাপ্তি এই আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে তাদের বিধিবদ্ধ কর্তব্য ও বাধ্যবাধকতা অনুসারে গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সমানুপাতিক হবে।”
রুপসীবাংলা৭১/এআর