নিজস্ব প্রতিনিধিঃ টেকনাফ থানাধীন মারিশবনিয়া এলাকায় পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার পলাতক ও এজাহারভূক্ত ০২ জন আসামি গ্রেফতার।
গত ১৫ সেপ্টেম্বর-২০২৪ খ্রিঃ তারিখে টেকনাফ মারিশবনিয়া এলাকায় ৭ম শ্রেণী পড়ুয়া ছাত্রী সুরাইয়া জান্নাত (১৩) নামের এক শিশুকে অপহরণের ঘটনায় তার মা নাজমা কাউসার বাদী হয়ে এজাহারনামীয় ৮ জন ও অজ্ঞাত ৪/৫ জন আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় অপহরণের ঘটনায় নারী ও শিশু তৎসহ পেনাল কোডের ধারায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়। কিন্তু মামলা প্রত্যাহারের জন্য পলাতক আসামীরা বাদী ও তার পরিবারকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছে বলে জানায় বাদী ।
বাদী ও পুলিশের অনুরোধক্রমে র্যাব পুলিশের পাশাপাশি আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ মে ২০২৫খ্রিঃ দুপুরে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত মামলায় এজাহারনামীয় আসামী রাসেল ও আতিক উল্লাহ মারিশ বনিয়া পাহাড়ের চূড়ায় অবস্থান করছে মর্মে জানতে পারে। তাৎক্ষনিক র্যাবের উক্ত আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীদের নাম ও পরিচয় ১) মোঃ রাসেল (২৪), ২) মোঃ আতিক উল্লাহ (২৯), উভয় পিতা-সিদ্দিক আহাম্মেদ, সাং-মারিশ বনিয়া, ৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, থানা-টেকনাফ, কক্সবাজার। গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।