রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাসা বা অফিসের কোণে ওয়াই-ফাই সংকেত দুর্বল? দ্রুতগতির নতুন রাউটার ব্যবহার করেও সংকেত সমস্যা কাটছে না? তাহলে পুরোনো রাউটারটি কাজে লাগিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসাবে। এতে নতুন ডিভাইস না কিনেও সংকেত বিস্তৃত করা যাবে সহজেই।
১. ইথারনেট দিয়ে স্থিতিশীল এক্সটেনশন
পুরোনো রাউটারকে Access Point (AP) Mode এ চালিয়ে ইথারনেট কেবলের মাধ্যমে মূল রাউটারের সঙ্গে যুক্ত করুন। এতে নেটওয়ার্কের গতি ও স্থায়িত্ব বেশি থাকবে। এর জন্য রাউটার রিসেট করে, ফার্মওয়্যার আপডেট করে, LAN থেকে WAN-এ কেবল সংযোগ দিয়ে ওয়েব সেটিংসে গিয়ে AP মোড চালু করতে হবে।
২. রিপিটার মোডে তারহীন সংযোগ
যদি তার টানার সুযোগ না থাকে, তাহলে রিপিটার মোড ব্যবহার করুন। এতে পুরোনো রাউটার মূল ওয়াই-ফাই সংকেত ধরবে এবং নতুন নামে পুনঃসম্প্রচার করবে। তবে মনে রাখবেন, এতে ইন্টারনেটের গতি কিছুটা কমে যায়-প্রায় অর্ধেক হতে পারে।
৩. প্রতিটি রাউটারের পদ্ধতি আলাদা হতে পারে সব রাউটার AP বা রিপিটার মোড সমর্থন করে না। তাই রাউটারের ইউজার ম্যানুয়াল বা নির্মাতার ওয়েবসাইট থেকে নির্দেশনা দেখে নিতে হবে। কিছু ক্ষেত্রে থার্ড পার্টি ফার্মওয়্যার (যেমন: DD-WRT) ব্যবহার করেও বাড়তি ফিচার চালু করা সম্ভব।
৪. বিকল্প ও উন্নত সমাধান: মেশ নেটওয়ার্ক
যদি আরও নিরবিচারে ও দ্রুতগতির সংকেত কাভারেজ চান, তাহলে মেশ নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করতে পারেন। যদিও এটি তুলনামূলক ব্যয়বহুল, তবে দীর্ঘমেয়াদে অধিক কার্যকর।
পুরোনো রাউটারকে এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করাটা একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে পরিবেশবান্ধবও। একটু সময় নিয়ে সেটআপ করলে সংকেত সমস্যার চমৎকার সমাধান পাওয়া যায়। স্মার্ট ইন্টারনেট ব্যবহারে পুরোনো ডিভাইসও হয়ে উঠতে পারে নতুন শক্তি।
রুপসীবাংলা৭১/এআর