নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৫ মে’র মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত করণের সুনির্দিষ্ট ঘোষণা না আসলে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে ২৫ মে ২০২৫ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছেন চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নবনির্বাচিত আহ্বায়ক, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন সংগ্রাম কমিটি, ঢাকার উপদেষ্টা, ৯০’র ছাত্রনেতা এম এ হাশেম রাজু।
১৫ মে ২০২৫ বৃহস্পতিবার দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন সংগ্রাম কমিটি, ঢাকার উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত করণের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।
এম এ হাশেম রাজু বলেন, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত হলো কক্সবাজার সমুদ্র সৈকত। দেশি-বিদেশি পর্যটনের বিপুল সম্ভাবনা থাকার পরও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি অপ্রশস্ত ও আঁকাবাঁকা হওয়ায় কক্সবাজারের পর্যটন খ্যাত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারেনি। ফলে বাংলাদেশও পর্যটন খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ হারাচ্ছে। বাংলাদেশের জাতীয় রাজস্ব আয়ের শতকরা প্রায় ৮০ ভাগ যোগান চট্টগ্রাম অঞ্চল দিয়ে আসছে। কিন্তু সে হিসেবে বৃহত্তর চট্টগ্রামের তেমন কোন উন্নয়ন আদতে আজ পর্যন্ত হয়নি।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত করলে এর সুফল শুধুমাত্র চট্টগ্রাম বা কক্সবাজার বাসী ভোগ করবে না বরং বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে এর ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। তাই দেশের স্বার্থেই আসন্ন জাতীয় বাজেটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত করণের জন্য বিশেষ বরাদ্দ রাখা সময়ের দাবি।
এম এ হাশেম রাজু জনদাবি মেনে নিয়ে অবিলম্বে বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি সম্প্রসারণের কাজ শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। অন্যথায় এ ইস্যুকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য সরকার দায়ী হবে বলে হুশিয়ারি দেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন সংগ্রাম কমিটি, ঢাকার সভাপতি ডেপুটি এটর্নী জেনারেল এ্যাড. ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিজানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ আইনজ্ঞ মোঃ আব্দুল মোমেন চৌধুরী, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী, প্রফেসর মোঃ মুসা খান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, রাজনীতিবিদ এ্যাড. নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ, আব্দুল আওয়াল জাহেদ, এ্যাড. সাজ্জাদ হোসেন, মোঃ শাহজাহান মন্টু, মোঃ ইসমাঈল, ছাত্রনেতা মহসিন মিয়া, শ্রমিক নেতা রুবেল হোসেন প্রমুখ।