রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : রিকশা ম্যাটেরিয়ালে তৈরি ‘রিকশা গাউন’। দেখতে ঝলমলে, সহজেই চোখ আটকে যায়। তারপর যদি কোনো লাস্যময়ী সেই পোশাক পরে আত্মপ্রত্যয়ী ঢংয়ে হাঁটেন তাহলেতো নজর কাড়বেনই। ১০ মে ভারতের হায়দ্রবাদের তেলেঙ্গনায় শুরু হয়েছে বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার ৭২ তম আসর। ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’-এর এই আসরে রিকশা গাউনে নজর কেড়েছেন বাংলাদেশের মেয়ে আকলিমা আতিকা কণিকা। ১১০ জন প্রতিযোগির মাঝে রিকশা গাউনে নজর কেড়েছেন আকলিমা।
হুডসহ রিকশার আদলে তৈরি এই গাউনে শোভা পাচ্ছে বর্ণিল নকশা। এর মাঝেই চোখে পড়ছে পেছনে লেখা ‘মা-বাবার দোয়া’। চোখ ধাধানো এই আউটফিট তৈরি করেছেন তরুণ ডিজাইনার রাইসা আমি শৈলী।
মিস ওয়ার্ল্ড বাংলাদের ২০২৫ এর লাইসেন্স পেয়েছেন উদ্যোক্তা, ন্যাশনাল ডিরেক্টর ও মডেল আজরা মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘‘ আকলিমা মেধা, সৌন্দর্য ও পরিশ্রমের প্রতীক। সে এমন একটি নতুন মুখ যাকে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন সবার সামনে তুলে ধরতে চায়। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা, পরিশ্রম এবঙ দেশের প্রতি আছে ভালোবাসা। সে শিগগিরই বাংলাদেশের গর্ব হবে বলে আশাবাদী আমরা।’’
রাইসা আমিন শৈলী, ডিজাইনার বলেন, ‘‘রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওযার সাহস দিয়ে থাকেন, সেই উৎসাহ থেকেই গাউনে এই নকশা করেছি।’’
রুপসীবাংলা৭১/এআর