নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষা সংস্কার, শিক্ষায় অনিয়ম-দুর্নীতি, অসংগতি নিরসন এবং অভিভাবক নেতাদের বিরুদ্ধে চলমান মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আজ ০৯/০৪/২০২৫ইং তারিখ বুধবার সকাল ১১.০০ টায় ঢাকার সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে অভিভাবকদের স্বার্থরক্ষাকারী সংগঠন “অভিভাবক ঐক্য ফোরাম” এর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি সম্বলিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বার বার কারাবরনকারী অভিভাবক নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি ও ঢাকা কলেজের অভিভাবক ইঞ্জিনিয়ার ফাহিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মোঃ আহছান উল্লাহ মানিক, ফোরামের নেত্রী ও ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক দিলারা আক্তার প্রমূখ।
লিখিত বক্তব্যে শিক্ষাকে জাতীয়করণ করা, স্থায়ী শিক্ষা সংস্কার কমিশন গঠন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন নিসা স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর স্কুল অ্যান্ড কলেজে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলকে প্রেষণে অধ্যক্ষ পদে নিয়োগদান, শিক্ষার্থীর টিউশন ফি নির্ধারন নীতিমালা দ্রুত বাস্তবায়ন, শিক্ষকদের কোচিং বাণিজ্য আইন করে নিষিদ্ধ করণ, ভর্তি বাণিজ্য বন্ধ করন, মনিটরিং কমিটি শিক্ষা প্রতিষ্ঠানে জোরদার করন, মানসম্মত শিক্ষক নিয়োগ এবং ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত শিক্ষকদের যাচাই-বাছাই করে পুনঃ নিয়োগের ব্যবস্থাকরণ, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারন, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত করণ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সনদ বাণিজ্য বন্ধকরণ, অভিভাবক ঐক্য ফোরামের সভাপতির বিরুদ্ধে চলমান আইসিটি আইনের মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারক লিপি পেশ, শিক্ষা প্রতিষ্ঠান লিফলেট বিতরণ এবং ৩রা মে ২০২৫ জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধ কর্মসূচি ঘোষণা করা হয়।