নিজস্ব প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় উপদেষ্টা ফারুক-ই-আজম,বীর প্রতীক এর সাথে আজ ২৭.০৮.২০২৪ ইং মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল বিভাগ সমিতি ঢাকা’র সভাপতি, বরগুনা জেলা সমিতির সভাপতি এবং প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু সহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। এ সময় মাননীয় উপদেষ্টা কে সমিতিদ্বয় কর্তৃক প্রকাশিত বিজয় দিবস-২০২৩ স্মরণিকা এবং বরগুনার সাবেক সাংসদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হুমায়ূন কবির হিরু স্মরণে প্রকাশিত সআরক গ্রন্থটি হস্তান্তর করেন। মাননীয় উপদেষ্টা মহোদয় উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন-মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করা হবে এবং বর্তমান পরিস্থতিতে ভিলেন এর অবস্থান থেকে মু্ক্তিযোদ্ধাদেরকে নায়কের মর্যাদায় উন্নীত করার জন্য কাজ শুরু করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদেরকে বন্যাদুর্গত মানুষের পাশে দাড়ানোরও আহব্বান জানান।