নিজস্ব প্রতিনিধিঃ অদ্য বিকেল সাড়ে ৩ টায় সোনার বাংলা পার্টি’র কেন্দ্রীয় কার্যালয় ১২৩ নিউ কাকরাইল রোড (মৌবন সুপার মার্কেট), শান্তিনগর, ঢাকায়, সোনার বাংলা পার্টি’র সভাপতি শেখ আব্দুন নুর—এর সভাপতিত্বে আলোচনা সভায় কোটা সংস্কার নিয়ে গড়ে উঠা ছাত্র আন্দোলন ‘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের হামলায় শতশত ছাত্র—ছাত্রী আহত হওয়ার ঘটনায় সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলন তীব্র আকার ধারণ করে, ফলে ৯ দফার আন্দোলন ১ দফায় পরিনত হয়ে সরকার পতনের আন্দোলনের রূপ ধারণ করে। এতে পুলিশ, ছাত্রলীগ—যুবলীগ ও আওয়ামী লীগের গুলিতে মারা যায় শতশত ছাত্র—জনতা। আবার আওয়ামী লীগের প্রতিবাদ মিছিলের কারনেও শত শত ছাত্র—জনতাকে হত্যা করা হয়েছে। আন্দোলন দমনের নামে পুলিশ, বিজিবি ও র্যাব—এর গুলিতেও শত শত ছাত্র—জনতা শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল। নিহত শহীদ ছাত্র—জনতার আত্মার মাগফিরাত কামনায় সভার শুরুতেই দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এমতাবস্থায় সোনার বাংলা পার্টি দাবি করছে, আন্তর্জাতিক আদালতে উক্ত হত্যাকান্ডের বিচার হতে হবে।
সোনার বাংলা পার্টি’র নেতৃবৃন্দ আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন আবোল তাবোল কথা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। উনার সময়েই রাজনীতি ও গণতন্ত্র হত্যা হয়েছে, রাজনৈতিক দলের নিবন্ধনের নামে কালো আইন ৯০বি ধারা সংযোজন করে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ধ্বংস করেছে। উনি আরও বলেন, রাজনীতি করতে হলে চড়ষরঃরপধষ অপঃ মেনেই রাজনীতি করতে হবে, না হলে রাজনীতি করতে পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন, শেখ হাসিনার মতো দাম্ভিকতার শুরে কথা বলছেন। বাংলাদেশের মানুষ রাজনীতি কিভাবে করবেন, সেটা শিখিয়ে দিতে হবে না। তাই মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রকে বাঁচাতে হলে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ আইনের ৯০বি ধারা বাতিল করে রাজনৈতিক দল/জোট ভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানানো হয়, সেই সাথে সংবিধান সংস্কার করে রাষ্ট্র মেরামতের কাজ করতে আহ্বান জানানো হয় এবং বাংলাদেশকে রাষ্ট্রভাষা বাংলার রাষ্ট্র রূপে গড়ে তুলতে হবে।
সোনার বাংলা পার্টি’র সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বর মাসে কেন্দ্রীয় কাউন্সিল ও ১৭ আগষ্ট ২০২৪, শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় গণহত্যার বিচার দাবিতে মৌন মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, সোনার বাংলা পার্টি’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সৈয়দ হারুন—অর—রশীদ, সহ—সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক সোলাইমান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক খোকন মিয়া, মহিলা সম্পাদক রেহেনা পারভিন, কেন্দ্রীয় সদস্য যথাক্রমে মোস্তাফিজুর রহমান মুক্তা, বিজয়, এডভোকেট মাসুদ, মনিরুজ্জামান মাসুদ, আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।