নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির আয়োজনে পালিত হল তোমাতেই স্মার্ট বাংলা স্মরণিকার প্রকাশনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
২৭ জুন-২০২৪ইং বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, প্রধান বক্তা- বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান গোলাপ, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, চলচ্চিত্র নায়ক ফেরদৌস এমপি, এম এ মান্নান এমপি, মাহদুদুল হক সায়েম এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ঢাকা স্টক এক্সচেঞ্চের চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা সৈয়দা রোকেয়া বেগম, সংগঠনের কার্যকরী সভাপতি এবিএম শফিউল আলম বুলু, সভাপতিমন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, শরীফ মোঃ চৌধুরী, কাজী আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হক সরদার, এম নাদিম মাহমুদ, শাহাদাত হোসেন মূসা, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, এস এম আলী হোসেন রানা, মোঃ আইয়ুব আলী খান, মীর জাহিদ হাসান, সুশান্ত কুমার মন্ডল, এটিএম নেয়ামুল বশির, এ আর জাফর সাদেক, বাউল অমিয়, মোঃ ফিরোজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাদের মন্ডল, হাজী ফজলুল হক, মোঃ আকবর হোসেন সোহেল, যুগ্ম- সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুট্টো, আবু আলেম মোল্লা রানা, মোঃ এহসান কবির, মোঃ শাহে আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসেন বেপারী, প্রীতম আহমেদ বাবুল, দপ্তর সম্পাদক উদয় শংকর বসাক, সহ দপ্তর হযরত আলী, অর্থ সম্পাদক মোঃ আকরাম হোসেন, রতন কুমার রায়, মোঃ আকরাম হোসেন, এড. খোরশেদ আলম আইন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম জয়, সংস্কৃতি সম্পাদক মোঃ শামীম চৌধুরী শ্যামল, এড. খোরশেদ আলম, মোঃ মামুন হোসেন, মহসিন মোল্লা সহ অসংখ্য সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “তোমাতেই স্মার্ট বাংলা” স্মরণিকা মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রাম ইতিহাস ও সাফল্য তুলে ধরা হয়। স্মরণিকার প্রকাশনা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।