ইকবাল হোসেনঃ রবিবার ২৬ মে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব পরিষদের পক্ষ থেকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের ৫১তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিপীড়িত জাতির মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় সফল নেতৃত্ব দান এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্ব শান্তি পরিষদ আজ থেকে ৫১ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরী শান্তি পদক প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধু এবং গোটা বাঙ্গালী জাতিকে বিশ্বের দরবারে বিশেষ ভাবে সন্মানিত করেছে। স্বাধীনতার অব্যব্যহিত পরে এরকম বিরল সম্মাননা স্বাধীন বংলাদেশকে বিভিন্ন দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার বিশেষ ভাবে সাহায্য করেছে। আজ যখন প্যালেস্টাইন, ইউক্রেন এবং প্রতিবেশী মিয়ানমার সহ বিশ্বীর বিভিন্ন দেশে যুদ্ধের দামামা বিশ্ব অর্থনীতিকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। তখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধুর উদ্যোগ এবং প্রচেষ্টা থেকে আজকের প্রজন্মের রাজনীতিবিদ ও নাগরিক সমাজের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসামান্য অবদান চিরকাল শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোজাফফর হোসেন পল্টু , বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি জনাব নিজামুল হক নাসিম হাসান তারিক চৌধুরী, রুহিন হোসেন প্রিন্স, মোস্তফা আলমগীর,বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান,অধ্যাপিকা মাহফুজা খানম,অধ্যাপক এম এম আকাশ,এম্বাসেডর মমতাজ হোসেন,জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।