নিজস্ব প্রতিনিধিঃ ১লা মে বুধবার মহান মে দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সংগঠনের নেতাকর্মীরা লাল পতাকা হাতে নিয়ে জমায়েত হয়ে সেখান থেকে র্যালি শুরু করে প্রেসক্লাব, বিজয়নগর মোড় হয়ে পুরানা পল্টন মোড়ের উত্তর পাশে বটতলায় সমাবেশে মিলিত হয়। ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রখ্যাত শ্রমিক নেতা বাবুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, স্বাধীনতা পরবর্তী কোন সরকারই শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করেনি। এদেশের শ্রমিকরা বরাবরই অবহেলিত, তারা তাদের ন্যায্য মজুরী পায় না। বিভিন্ন সময় বেতনের দাবিতে তারা রাজপথে আন্দোলনে নামে। আবার কর্তৃপক্ষের মিথ্যা আশ্বাসে তারা কাজে ফিরে যান।
বর্তমান দ্রব্যমূল্য উর্ধগতির কারণে এই নিম্ন আয়ের মানুষগুলো মানবেতর জীবন-যাপন করছে। তাদের জীবনমান উন্নয়নে আজীবন কাজ করে যাবো। সংগঠনের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, যুগ্ম আহ্বায়ক রওশন আলম, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম আসাদ, আহসান হাবিব, মুকিম খান, আনোয়ার হোসেন এবং নারী নেত্রী শাহানা বেগম ও সোনিয়া আক্তার। সমাবেশে সভাপতি বাবুল বিশ্বাস তার সমাপনী বক্তব্যে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।