শাহজালালঃ সোমবার (২২ এপ্রিল ২০২৪ ) দুপুরে ডিসি লালবাগের তত্ত্বাবধানে লালবাগ থানার পক্ষ থেকে আজিমপুর বাস স্ট্যান্ডে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয় এবং তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরনে উপস্থিত ছিলেন লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত সাঈদ ইবনে সিদ্দীক, পুলিশ পরিদর্শক অপারেশন আতিকুল হক, লালবাগ থানার অফিসার ইনচার্জ অন্য কর্মকর্তা সহ আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলাউদ্দিন সাজু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ঢাকা মহানগর, মোঃ আমজাদ শেখ ব্যবসায়ী সমিতির সভাপতি আজিমপুর সুপার মার্কেট।