নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৭ এপ্রিল/২৭ রমজান, রবিবার বিকালে সংগঠনে লক্ষ্মীবাজার কার্যালয়ে ইফতার ও দোয়া এবং নেতাকর্মীদের মাঝে ঈদ প্রীতি উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকীর সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন রাজু, বক্তব্য রাখেন সভাপতিমন্ডলির অন্যতম সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটি সদস্য মোঃ শাহাদাত হোসেন মূসা, সভাপতিমন্ডলির সদস্য কাজী আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হক সরদার, মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক মোঃ প্রীতম আহমেদ বাবুল, আইন সম্পাদক এড. মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক কন্ঠশিল্পী উদয় শংকর বসাক, অর্থ সম্পাদক মোঃ আরাফাত আকরাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাকিল মুরাদ, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আসমা সিদ্দিকী, সহ দপ্তর সম্পাদক মোঃ হযরত আলী, কৃষি বিষয়ক সম্পাদক জয় মাহমুদ রাজ, সাংস্কৃতিক সম্পাদক জনতার মঞ্চের শিল্পী শামীম চৌধুরী শ্যামল, সহ মহিলা বিষয়ক সম্পাদক বেরেকা ইসলাম রুমা, কার্যকরী সদস্য মোঃ মামুন হোসেন শামীম, আবু জাহের টুটুল, এড. খোরশেদ আলম, মোঃ উমর ফারুকসহ অসংখ্য নেতাকর্মী। বিভিন্ন মাধ্যমে প্রায় ২০০ জন নেতাকর্মীর মাঝে ঈদ প্রীতি উপহার বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আহসান সিদ্দিকী সবার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আমাদের এই বন্ধন আরো সুদৃঢ় হবে। সামর্থ্যবান নেতাকর্মীরা সহযোগিতায় আরো বেশি এগিয়ে আসবে। আমরা সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সারা বাংলাদেশের ৬৪ জেলা ও মহানগরসহ বহির্বিশ্বে বঙ্গবন্ধুর আদর্শের শুদ্ধ সংস্কৃতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কালে কালে যুগে যুগে বাঙালি জাতির মক্তির জন্য যারা লড়াই করে জীবন দিয়েছেন তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ সকল বীর সন্তানদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
সহযোগিতায়–আহমেদ মোসলেহ উদ্দিন ,মতিউর রহমান শাহীন ,মোশতাক আহমেদ মন্ডল,রেজাউল করিম ভুট্টো শরীফ মোঃ চৌধুরী ,মোঃ নূরনবী, মোঃ মামুন হোসেন শামীম,মোঃ শাহাদাত হোসেন মূছা, মনিরুজ্জামান তন্ময় সিকদার, মোঃ নূরুল ইসলাম, মোঃ আকবর হোসেন সোহেল, জিএম নাসির উদ্দীন