নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মুসলিম লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও পূবালী ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, আলহাজ্ব সি এস কে সিদ্দিকী (ফরহাদ চৌধুরী) (৭৬) আজ ২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার সকাল ৮.৩০ টায় চট্টগ্রামের চন্দনপুরা শান্তিনগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ কাজী আবুল খায়ের, রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রাম-এর আহ্বায়ক চুয়েট-এর সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম এন আলম, রাঙ্গুনিয়া সমিতির সদস্য সচিব ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও মরহুমের শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিকাল ৪ টায় চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ্ মসজিদ ময়দানে এবং সন্ধ্যা ৭ টায় উত্তর রাঙ্গুনিয়া ধামাইরহাটের খানবাহাদুর সিদ্দিক আহমদ চৌধুরী বাড়ী জামে মসজিদ ময়দানে মরহুমের নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

