মো.তারেক হোসেন বাপ্পি:রাজধানীর পুরান ঢাকায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে (লোহারপুল) ২রা জানুয়ারি শুক্রবার বিকেলে বিক্রমপুর শিল্পী গোষ্ঠীর ২৭ বছর পূর্তি উপলক্ষে ১২৭তম প্রয়াস সংক্ষিপ্ত আলোচনা ও নাট্যানুষ্ঠান “কেন এমন হলো” অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নাটকটির রচনা ও নির্দেশনায় থাকবেন রুবেল হোসেন টুকু।
অনুষ্ঠানটির সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
উদ্ভোধক হিসেবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, প্রধান বক্তা হিসেবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, স্বাগত বক্তা ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক মেরাজুল ইসলাম বাবুল।
প্রধান পৃষ্ঠপোষকতায় বিক্রমপুর শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ, অনুষ্ঠান সভাপতিত্বে থাকবেন নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সভাপতি এনায়েত হোসেন হিরু, সার্বিক তত্বাবধানে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের তত্বাবধায়ক অমরেশ মন্ডল রতন,সঞ্চালনায় বিক্রমপুর শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি এস এম শাহজাহান।
বিশেষ অতিথিবৃন্দ হিসেবে থাকবেন চিত্রনায়ক মেহেদী, নাট্যনির্দেশক কল্যাণ পরিষদের সহ-সভাপতি মো:আশরাফ উদ্দিন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও কণ্ঠশিল্পী জাকির হোসেন আখের, জাসাস বন্দর থানার সাধারণ সম্পাদক ও সংগীত শিল্পী মো:শফিকুল ইসলাম স্বপন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি এবং বুড়িগঙ্গা সেতু মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব নাজিমুল আলী।
সংক্ষিপ্ত আলোচনা শেষে রুবেল হোসেন টুকুর রচনা ও নির্দেশনায় “কেন এমন হলো” মঞ্চনাটকের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত হবে।
মঞ্চ নাটকটিতে অভিনয় করবেন ডি এইচ রানা,রিন্টু,সাদেকুর রহমান সাদেক, বাপ্পী সাইফ,সুমন রঙ্গীলা,শেখ মুনসুর,ডিসকো দেলোয়ার,জাকির হোসেন আখের,গাজী রাজ্জাক,রোমানা হক সাথী,জয়া আহমেদ ও সুমি।

