নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও মহাসচিব কে এম জসীম উদ্দিন এক যৌথ শোকবার্তায় বলেন, ‘ সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও সাহসী নেতৃত্বের প্রতীক। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব, শ্রমিক সমাজের ন্যায্য অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এদেশের শ্রমিক সমাজ ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
নেতৃদ্বয় বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা ছিলেন আপসহীন। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি জাতি চিরদিন মনে রাখবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো। গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। সৃষ্টিকর্তা যেন তাঁকে চিরশান্তিতে স্থান দেন এবং তাঁর পরিবারকে এই দুঃসহ শোক সহ্য করার শক্তি দান করেন।’

