নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সহিদুর রহমান আজ ৩০ ডিসেম্বর ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তরেক রহমানসহ তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বেগম জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হবে এবং জাতির জন্য রাজনীতি ও গনতন্ত্রের জন্য অপুরনীয় ক্ষতি হলো। তিনি একজন সাহসী আপোষহীন নেত্রী ছিলেন, তাঁর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানাই। আশা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীগন শোক কাটিয়ে উঠে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় ভুমিকা রাখবেন। নেতৃবৃন্দ দেশে এখন যে রাজনৈতিক সংকট চলছে তা থেকে উত্তোরণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

