নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম. মাহবুবুর রহমান ভূঁইয়া দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন সংগ্রহ শেষে এম. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ফরিদগঞ্জের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশ মুসলিম লীগের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে তিনি কাজ করতে চান।তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা ও সমর্থন পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয় অর্জনে সক্ষম হবেন বলে আশাবাদী।
মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানান।

