প্রিয়ন্ত মন্ডল : মহান মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ বীর সেনানী, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং বীর উত্তম এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার)-এর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এ কে খন্দকার ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন কৃতী সংগঠক ও সাহসী সেনানায়ক। ১৯৭১ সালে দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামে তাঁর কৌশলী নেতৃত্ব, অসীম সাহস ও আত্মত্যাগ আমাদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি রাষ্ট্র ও সমাজ গঠনে অসামান্য ভূমিকা পালন করেন।
বীর উত্তম এ কে খন্দকার কেবল একজন সাহসী সৈনিকই ছিলেন না; তিনি মুক্তিবাহিনীর একজন দক্ষ কৌশলগত সংগঠক ও অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের প্রতীক ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে জাতি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, প্রাজ্ঞ দেশপ্রেমিক ও সংগ্রামী নেতৃত্বকে হারালো। তাঁর অবদান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাসে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। বাংলাদেশ মহিলা পরিষদ এ কে খন্দকার-এর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
