প্রিয়ন্ত মন্ডল : নির্বাচনী মাঠ ছাড়ছেন কি তারিকুল ইসলাম ভূঁইয়া? তরুণ রাজনীতিককে ঘিরে জল্পনা
কালবেলা ডেস্ক | ফেনী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা ও হিসাব-নিকাশ চলছে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ফেনীর পরিচিত তরুণ রাজনীতিক ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। দীর্ঘদিন ধরে যিনি ‘নির্বাচন পাগল’ রাজনীতিক হিসেবেই পরিচিত, সেই তারিকুল ইসলাম ভূঁইয়ার নির্বাচন না করার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
তারিকুল ইসলাম ভূঁইয়া অতীতে একাধিক নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
২০১৪ সালে তিনি ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়েই অংশ নেন তিনি।
২০২১ সালে পৌরসভা নির্বাচনে এবং ২০২২ সালে ঢাকা-১৭ উপনির্বাচনেও প্রার্থী ছিলেন এই তরুণ রাজনীতিক।
গত আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা, হামলা ও রাজনৈতিক হয়রানির অভিযোগ রয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি রাজপথ ও নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্

