প্রিয়ন্ত মন্ডল : আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বর্তমানে সারাদেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সহিংসতা, নিষ্ঠুরতা ও নৈরাজ্যময় পরিস্থিতি তৈরী করা হচ্ছে। রাজনৈতিক নেতাদের হত্যা, দেশের অন্যতম গণমাধ্যম প্রতিষ্ঠান দুহটির উপর হামলা অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা ও পুড়িয়ে আনন্দ করা, শিশু হত্যা, দেশ জুড়ে গুপ্ত খুন, নারীদের উপর সহিংসতা, বিভিন্নরকম ঘৃৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার, সাইবার বুলিংসহ এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা জনমনে এক ধরনের আতংক ও ভীতি তৈরী করেছে। এইরমকম একটি ভীতিকর, বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের নারী সমাজ ক্ষুব্ধ। বাংলাদেশ মহিলা পরিষদ দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ এবং তীব্র ক্ষোভ প্রকাশ করছে।
বাংলাদেশ মহিলা পরিষদ এই নৈরাজ্যকর পরিস্থিতির উন্নয়নকল্পে দোষীব্যক্তিদের সনাক্তকরণ সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে এবং জনগণের নিরাপত্তা ও দেশে স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সরকার, প্রশাসন, রাজনৈতিক দলসমূহকেগুলোকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, নারী-পুরুষের সমতা ভিত্তিক, মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।

