নিজস্ব প্রতিনিধি :শুধু স্মরণের অনুষ্ঠান না, সমতার পথে এগিয়ে নেয়ার অঙ্গিকার
রোকেয়ার জন্ম বার্ষিকী পালন শুধু স্মরণের অনুষ্ঠান না বলে মন্তব্য করেছিল বাংলাদেশ মহিলা পরিষদের অনুষ্ঠানে বক্তরা। তারা বলেন, এটি নারীর আত্মমর্যাদা,অধিকার সমতা ও মানব মুক্তির পথে নতুন করে এগিয়ে নেয়ার অঙ্গীকার।
গতকাল শনিবার রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম বার্ষিকী উপলক্ষে রোকেয়ার জন্ম স্থান রংপুর পায়রাবন্দে শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। দিনব্যাপী কর্মসূচির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
নারী জাগরণের পথিকৃত রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতি-বিজড়িত অনুষ্ঠানকে ঘিরে ছিলো উৎসব মুখর পরিবেশ। রোকেয়ার মানবমুক্তির চিন্তা,নারী মুক্তির শিক্ষা, অধিকার ও স্বপ্নের স্বাধীনতা আজও সমানভাবে প্রাসঙ্গিক,সেই বার্তা সমাজে ছড়িয়ে দিতে আয়োজনের গুরুত্ব অনেক বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের রংপুর জেলা কমিটির সভাপতি মাহবুবা আরা লীনা, বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু; যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম; যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা, শিক্ষাবিদ ড. নাসিমা আক্তার; রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী খাদিমুল সরদার এবং রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী নাসরিন আক্তার তুলি।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
