নিজস্ব প্রতিনিধিঃ আজ ১ লা ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময়ে হানাদার মুক্ত দিবস হয়েছে মুক্তি যুদ্ধের ৯ ম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল ও সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মেহেদী আলী ইমামের নির্দেশনায় সর্বাত্মক গেরিলা যুদ্ধের আক্রমণে হুমায়ূন কবির হিরু’র ৪৮ ঘন্টার আলটিমেটাম এর প্রেক্ষিতে ১৯৭১ সালের ১ ডিসেম্বর জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে রাজাকার বাহিনী বেতাগী থানা থেকে অস্ত্র সহ বেরিয়ে একটি গ্রুপ আমাদের হুমায়ূন কবির হিরু’র বাবার সিকদার বাড়িতে গিয়ে আত্ম সমর্পণ করায় বেতাগী থানা মুক্ত হয়।

আজ সেই বেতাগী হানাদার মুক্ত দিবস। বেতাগী থানা মুক্ত দিবস উপলক্ষে আজ রাজধানীর বাসাবো বালুর মাঠে মুক্তি যোদ্ধা চত্বরে স্মৃতি চারন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার বেতাগী উপজেলা কমান্ড মুক্তি যোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।
বক্তব্য রাখেন বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, আমতলী উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহআলম, বীর মুক্তিযোদ্ধা আ: জব্বার, বীর মুক্তিযোদ্ধা সিকদার এমদাদুল হক,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস এম দেলোয়ার হোসেন বাবুল এবং বীর মুক্তিযোদ্ধা আরশাদুল্লা আশুভাই। বক্তৃতায় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তি যোদ্ধাদের ঐক্য গড়ে তুলে দেশ গঠনে ভুমিকা রাখার আহবান জানান।

